HighlightNewsরাজ্য

আলিয়ার শিক্ষার্থীদের দাবি মেনে পিছিয়ে গেল পরীক্ষা, পরিবর্তন করা হল পরীক্ষা পদ্ধতি

টিডিএন বাংলা ডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ ও অনশন আন্দোলনের কারণে অবশেষে ১০ দিন পিছিয়ে দেওয়া হল অফলাইনে সেমেস্টার পরীক্ষা। একইসঙ্গে শিক্ষার্থীদের দাবি আংশিক ভাবে মেনে নিয়ে পরিবর্তন করা হল পরীক্ষা পদ্ধতিতেও। গতকাল সোমবার সেই পরিবর্তীত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নতুন বিজ্ঞপ্তি জারি করে আলিয়ার উপাচার্য আবু তাহের কামরুদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্র-ছাত্রীরা ভালো করে পড়াশোনা করুক, ভালো করে পরীক্ষা দিক। তিনি তাঁর ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনাও করেন। আর এই পরিবর্তীত বিজ্ঞপ্তি জারি হতেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়ে জোরকদমে পরীক্ষা প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিল।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ৬ জুন। আলিয়া বিশ্ববিদ্যালয় সেমিস্টার পরীক্ষার নতুন নির্দেশিকা অনুযায়ী ১০০ নম্বরের পরীক্ষার ক্ষেত্রে ২০ শতাংশ নম্বর অভ্যন্তরীণ মূল্যায়ন, ৪০ শতাংশ নম্বর অফলাইন লিখিত পরীক্ষা এবং ৪০ শতাংশ নম্বর এর জন্য অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। ৭৫ নম্বরের পরীক্ষার ক্ষেত্রে ১৫ শতাংশ নম্বর অভ্যন্তরীণ মূল্যায়ন, ৩০ শতাংশ নম্বর অফলাইন লিখিত পরীক্ষা এবং ৩০ শতাংশ নম্বর এর জন্য অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। ৫০ নম্বরের পরীক্ষার ক্ষেত্রে ১০ শতাংশ নম্বর অভ্যন্তরীণ মূল্যায়ন, ২০ শতাংশ নম্বর অফলাইন লিখিত পরীক্ষা এবং ২০ শতাংশ নম্বর এর জন্য অ্যাসাইনমেন্ট জমা করতে হবে।

Related Articles

Back to top button
error: