টিডিএন বাংলা ডেস্ক: তুরস্কে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় তৃতীয় স্থান অধিকারী সিনান ওগান রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সিনানের এ সমর্থন এরদোয়ানকে জয়ী করতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ২৮ মে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। সোমবার (২২ মে) আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে সিনান এরদোয়ানকে সমর্থন করার কথা ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় দফার নির্বাচনে এরদোয়ানকে সমর্থন করার জন্য নিজের সমর্থকদের প্রতি আহ্বান জানান সিনান।
তিনি বলেন, ‘শেষ সিদ্ধান্ত গ্রহণের আগে আমরা সব ধরনের পরামর্শ করেছি। আমাদের দেশ ও জাতির জন্য এমনটা ভালো হবে বলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’ এরদোয়ানকে ও কেমাল কিলিকদারোগলু এর মাঝে কে আগামী পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্ট হবেন, তা ওই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে বলে জানা গেছে। গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে এরদোয়ান ভোট পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ ভাগ।
তুরস্কের নিয়মাবলী অনুসারে, প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ ভাগ ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফায় আবার ভোট হয়। অর্থাৎ, কেমালের সঙ্গে মুখোমুখি লড়াই হচ্ছে এরদোয়ানের। কেমাল প্রথম দফায় পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ ভাগ ভোট। এদিকে, সিনান ৫ দশমিক ১৭ ভাগ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন। ভিক্টোরি পার্টির নেতৃত্বাধীন ডানপন্থী জোটের প্রার্থী ছিলেন সাবেক শিক্ষাবিদ সিনান (৫৫)। যারা এরদোয়ানকে পছন্দ করে না আবার কেমালকেও প্রেসিডেন্ট হিসেবে চায় না তারাই সিনানকে ভোট দিয়েছে এবার। সূত্র- দৈনিক ইত্তেফাক