টিডিয়েন বাংলা ডেস্ক : করোনার তৃতীয় ঢেউ কেউ আটকাতে পারবেনা। জানিয়ে দিলেন জাতীয় কোভিড সুপারমডেল কমিটির প্রধান তথা আইআইটি হায়দারাবাদের অধ্যাপক বিদ্যাসাগর। তিনি দাবি করেছেন, ওমিক্রনের হাত ধরেই করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়বে দেশে। পরের বছর শুরুতেই দেশে থার্ড ওয়েভ ঝাপটা মারতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অধ্যাপক।
সেইসঙ্গে অধ্যাপক বিদ্যাসাগর জানিয়েছেন, ওমিক্রনের ধাক্কায় করোনার তৃতীয় ঢেউ এলেও, তা হয়তো দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না। ওই কমিটির আরেক সদস্যের দাবি, সংক্রমিতের সংখ্যাটা বড়জোর এক লাখ হতে পারে। তবে ওই অধ্যাপক জানান, এগুলি অনুমান। কোনও ভাবেই ভবিষ্যৎ বাণী নয়।
অন্যদিকে ওমিক্রন হানা দেশজুড়ে বেড়েই চলেছে। শুক্রবার দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। রোজ যেভাবে লাফিয়ে সংক্রমনের সংখ্যা বাড়ছে, তাতে করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।