টিডিএন বাংলা ডেস্ক : বিক্ষিপ্তভাবে সংক্রমণ হতে পারে। কিন্তু করোনার তৃতীয় ঢেউ দেশজুড়ে হামলা করতে পারবে না। সংক্রমণের হার, ভ্যাকসিনেশন এবং ভাইরাসের (সার্স কোভ টু) গতি প্রকৃতি বিশ্লেষণ করে এমন আশ্বাসবাণী শুনিয়েছে কেন্দ্র।
আইসিএমআর জানিয়েছে, সংক্রমণ পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার সম্ভাবনা কম। মহামারী বিদ্যা বিভাগের প্রধান সমীরণ পান্ডা জানিয়েছেন, দেশে যেভাবে সংক্রমণের দ্বিতীয় ঢেউ উঠেছিল, তা আর হবে না। দেশজুড়ে তৃতীয় ঢেউ আসবেনা। কোনও কোনও রাজ্যে বিক্ষিপ্তভাবে সংক্রমণ দেখা দিতে পারে। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা প্রথম ঢেউয়ের অর্ধেকের কম হবে। তবে আইসিএমআর সতর্ক করেছে, এই আশ্বাসবাণী শুনে লাগামছাড়া হলে হবে না। কারণ ভাইরাস এখনও রয়েছে। ফলে এখনও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। মেনে চলতে হবে কোভিড বিধি। না হলেই বিপদ।
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। মৃত্যু হয়েছে ২৭৬ জনের। একদিনে সুস্থ হয়েছেন ২৯,৬২১ জন। টিকাকরণের হার বেড়েছে অনেকটাই। স্বাস্থ্যমন্ত্রক বলছে, ৮৬ কোটিরও বেশি মানুষ ইতিমধ্যেই টিকা পেয়েছেন।