আন্দোলনরত কৃষকদের ট্রাক্টর মিছিল পৌঁছলো লালকেল্লায়, উত্তোলিত হলো পতাকা; এই ঘটনাকে নিন্দনীয় বললেন স্বরাজ পার্টির প্রধান যোগেন্দ্র যাদব

Tractor Rally
ছবি সৌজন্যে কিষান একতা মোর্চার ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ট্রাক্টর মিছিল নিয়ে গাজীপুর থেকে লালকেল্লায় পৌঁছেছেন আন্দোলনরত কৃষকদের একাংশ। এবিপি নিউজে প্রকাশিত খবর অনুযায়ী, আন্দোলনরত কৃষকরা দিল্লি পুলিশের নির্ধারিত রাস্তা থেকে সরে গিয়ে অন্য রাস্তা দিয়ে দিল্লিতে প্রবেশ করেন এবং হাজার হাজার কৃষক লালকেল্লায় প্রবেশ করেন।শুধু তাই নয় এবিপি নিউজে প্রকাশিত খবর অনুযায়ী লালকেল্লায় কৃষক সংগঠনের পতাকা উত্তোলন করেন আন্দোলনরত কৃষকরা। যদিও পরে ওই পতাকা নামিয়ে দেয় পুলিশ। আন্দোলনরত কৃষকদের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন স্বরাজ পার্টির প্রধান যোগেন্দ্র যাদব।

এবিপি নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,”কোন সন্দেহ ছাড়াই এই ঘটনা একটি নিন্দনীয় এবং লজ্জার বিষয়। এটি গণতন্ত্রের জন্য এবং দেশের জন্য লজ্জার বিষয়। আমি কৃষক নেতাদের এবং আন্দোলনে শামিল লোকেদের কাছে আবেদন করছি, পুলিশের নির্ধারিত রুট মেনে চলুন। যারা নির্ধারিত রুটের বাইরে চলে গেছেন তাঁদেরও নির্দিষ্ট রূপে ফিরে আসা উচিত। এই মুহূর্তে আমি এটাও জানি না যে এই লোকেরা আমাদের সংগঠনের লোক কিনা। কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন তা নিন্দনীয়। আমি এটা জানি না যে আগে কি হবে, কিন্তু আমি শুধুমাত্র আর একবার আবেদন করতে চাই যে, এর ফলে আন্দোলন এবং কৃষকদের প্রতিচ্ছবি নষ্ট হচ্ছে। এমন করবেন না, পুলিশের নির্ধারিত রুটেই থাকুন।”

অপরদিকে,কেন্দ্র সরকারের কাছে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে ফের একবার টুইট করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন,”সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়। আঘাত যার গায়েই লাগুক, ক্ষতি আমাদের দেশের হবে। দেশের ভালোর জন্য কৃষি বিরোধী আইন প্রত্যাহার করো।”

https://twitter.com/RahulGandhi/status/1353984223628185602?s=20