বিজেপিতে যোগদান করায় নেতাকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরূদ্ধে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে প্রায় তিনশোজনকে যোগদান করানোয় এক বিজেপি নেতাকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরূদ্ধে । গুলি লক্ষভ্রষ্ট হলে পিস্তলের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রামে । আজ বেলা দশটা নাগাদ মাড়গ্রামের বাসিন্দা বিজেপির সংখ্যালঘু সেলের নেতা শিলন সেখ বাজারে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ । মারধরে আহত হয়েছেন শিলন সেখ । তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বিষয়টি মাড়গ্রাম থানায় অভিযোগ জানানো হয়েছে । তার অভিযোগ,গত ২০ নভেম্বর মাড়গ্রামে বিজেপির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়েছিল । সেই যোগদান সভায় সিলন সেখের নেতৃত্বে প্রায় তিনশোর বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপি দলে যোগদান করেন । সেই কারনে তার উপর চড়াও হয়ে তাকে মারধর করা হয়েছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব । তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ সিলন সেখ পিস্তল ও লোহার রড নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল । পাবলিক তাকে ধরে মারধর করে । সেই ঘটনা চাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের বিরূদ্ধে মিথ্য অভিযোগ করা হচ্ছে ।