উদয়পুরের ঘটনার সঙ্গে বিজেপির যোগ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: উদয়পুরের সেই নৃশংস খুনের ঘটনায় জড়িত রিয়াজের সঙ্গে রাজস্থান বিজেপির একাধিক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। রাজস্থান বিজেপির সংখ্যালঘু সেলের প্রধান সাদিক খানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রিয়াজের। এবার সেই ঘটনার সঙ্গে বিজেপির যোগ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুললো তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে কুণাল বলেন, “উদয়পুর থেকে জম্মু সর্বত্রই বিজেপির সঙ্গে জড়িত যাঁরা, তাঁদের দিয়েই অশান্তি ছড়ানো হচ্ছে। খুন করানো হচ্ছে।” তিনি আরও বলেন, ‘‘আমরা দেখেছি, অত্যন্ত আপত্তিকর একটি ঘটনা ঘটেছে উদয়পুরে। তার পর বিজেপি অত্যন্ত সুকৌশলে ঘটনাটি নিয়ে মেরুকরণ করার চেষ্টা করে। বলা হয় নূপুরের বক্তব্য সমর্থনের জন্যই নাকি ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। অথচ পরে দেখা গিয়েছে অভিযুক্ত রিয়াজের সঙ্গে বিজেপির যোগাযোগ আছে।’’ সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে নিজেদের লোক দিয়ে পরিকল্পিত ভাবে খুন করানো হয়েছে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। অপর এক তৃণমূল নেতা শশী বলেন, ‘‘উদয়পুরের খুনের পর যে ব্যক্তি ভিডিয়ো তুলে ছড়িয়েছিলেন, তিনি বিজেপির কার্যকর্তা। তাঁর সঙ্গে বিজেপির যোগ নিয়ে আমরা নিরপেক্ষ তদন্তের দাবি তুলছি। বিজেপির সঙ্গে এখন জঙ্গিদের যোগাযোগও সামনে আসছে।’’

অন্যদিকে লস্কর-ই-তইবা জঙ্গি অভিযোগে গ্রেফতার হওয়া তালিব হোসেন আসলে বিজেপির জম্মু ও কাশ্মীরের সংখ্যালঘু মোর্চা ও আইটি সেলের প্রধান বলে অভিযোগ উঠেছে। রাজৌরিতে একটি খুন এবং দু’টি বিস্ফোরণে এই তালিব যুক্ত ছিলেন বলে মনে করছেন জম্মু-কাশ্মীর পুলিশ। এই জোড়া ঘটনা নিয়ে তোলপাড় ভারতীয় রাজনীতি। অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘এখন জম্মু ও কাশ্মীরে লস্কর জঙ্গি ধরা পড়লেও দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে যুক্ত।’’ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ছবিতে এই তালিবকে অমিত শাহের সঙ্গেও দেখা গিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে গ্রুপ ছবিতে তাকে দেখা যাচ্ছে। তাহলে এই লস্কর জঙ্গির আঁতুড় ঘরটা কথায়?”