HighlightNewsদেশ

কেন্দ্রের বেকারত্বের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সংসদরা

টিডিএন বাংলা ডেস্ক: লোকসভা অধিবেশনে যোগ দিয়ে কেন্দ্রের বেকারত্বের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সংসদরা। দেশে চলমান বেকারত্ব দূরীকরণে কেন্দ্রীয় সরকার কি কর্মসূচি নিয়েছে তা জানতে চান তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব) এবং বিরোধী শিবিরের অন্য দু’জন সাংসদ। উত্তরে কেন্দ্রীয় শ্রম ও রোজগার বিষয়ক প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি একটি লিখিত পরিসংখ্যান দেখিয়ে বলেন, আগের থেকে ২০২০-২১ সালে দেশে বেকারত্বের হার নাকি অনেকটাই হ্রাস পেয়েছে। কিন্তু কেন্দ্র যে পরিসংখ্যান পেশ করেছে তার বিশ্বাস যোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূল সংসদরা।

এই পরিসংখ্যান প্রসঙ্গে তৃণমূল সাংসদ জহর সরকার বলেন, ‘আমাদের দেশে লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও ৪৭ শতাংশ৷ অর্থাত্‍, ১৫-৬০ বছর বয়সিদের ৪৭ শতাংশ চাকরি পাচ্ছে৷ বাংলাদেশে এই পরিসংখ্যান ৫৭ শতাংশ, নেপালে ৮০ শতাংশ, ইউরোপে গড়ে ৬৫-৭৫ শতাংশ৷ আমেরিকায় ৬৭ শতাংশ৷ সারা বিশ্বে লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও-র গড় ৬৫ শতাংশ৷ ভারতে চাকরি নেই, ব্যবসার সুযোগও নেই। এর পরে সরকার এমন দাবি করে কী করে? আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চাই৷’ অন্যদিকে দীপক অধিকারী ওরফে দেব বলেন, ‘সংসদে সরকার যে দাবিই করুক, বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছে৷ সেদিকে কবে তাকাবেন মাননীয় মন্ত্রীরা?’

প্রসঙ্গত, কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক পরিচালিত পর্যায়ক্রমিক শ্রমশক্তি সমীক্ষা (পিএলএফএস)-র বার্ষিক প্রতিবেদন তুলে ধরে ছিলেন রামেশ্বর তেলি৷ ওই পরিসংখ্যানে দেখানো হয়েছে, ২০১৮-১৯ সালে দেশের বেকারত্বের হার ছিল ৫.৮ শতাংশ, পরের বছর ২০১৯-২০ সালে তা কমে দাঁড়ায় ৪.৮ শতাংশে৷ তার পরের বছর অর্থাত্‍ ২০২০-২১ সালে তা আরও কমে হয়েছে ৪.২ শতাংশ৷

Related Articles

Back to top button
error: