টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের ভগবানের কাছ থেকে আসাদউদ্দিন ওয়েসির জন্য শক্তি প্রার্থনার পাশাপাশি বিহারের মত উত্তর প্রদেশ পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে এবং পশ্চিমবঙ্গের নির্বাচনেও এআইএমআইএম এর সহায়তার দাবি করা মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। উন্নয়নের বিজেপি সংসদের এহেন মন্তব্যকে এবার কটাক্ষ করে কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা মুখপাত্র রনদীপ সুরজেওয়ালা একটি টুইট করে লিখেছেন, “ওয়েসির সঙ্গে গাঁটছড়ার সত্যিটা সামনে এসে গেছে।”
ओवेसी जी से गठजोड़ की सच्चाई सामने आई ! https://t.co/svPl7CCzuZ
— Randeep Singh Surjewala (@rssurjewala) January 13, 2021
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ ঈশ্বরের কাছে আসাদউদ্দিন ওয়েসির জন্য শক্তি কামনা করে বলেন,”এটা ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর ওনাকে শক্তি দিক। উনি বিহারে আমাদের সাহায্য করেছিলেন এবং এবার উত্তর প্রদেশের পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনে ও পশ্চিমবঙ্গের নির্বাচনেও আমাদের সাহায্য করবেন।”
উল্লেখ্য, এআইএমআইএমকে বিজেপির “বি” টিম হিসেবে প্রায়শই কটাক্ষ করে থাকে বিরোধীরা।আসাদউদ্দিন ওয়াইসির দলের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের সাহায্যে বিজেপিকে সহায়তা করার অভিযোগ একাধিকবার করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তবে সাক্ষী মহারাজের এই মন্তব্যে সরাসরি আপত্তি প্রকাশ করেছেন আসাদউদ্দিন ওয়েসি। নিজের রাজনৈতিক দলের মাধ্যমে বিজেপির সহায়তা করতে অস্বীকার করেছেন তিনি।