HighlightNewsরাজ্য

দু’দফার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, নন্দীগ্রামের প্রার্থী নিয়ে ধোঁয়াশা 

টিডিএন বাংলা ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রথম দু দ’ফার প্রার্থী তালিকা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যদিও নন্দীগ্রাম সহ তিনটি আসনে প্রার্থীর নাম নিয়ে ধোঁয়াশাই থেকে গেল। এদিন একটি সাংবাদিক সম্মেলনে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেন বিমান বসু।ওই সাংবাদিক বৈঠকে তাকে নন্দীগ্রামের আসন প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ওই আসন থেকে কে লড়বে তা এখনো ঠিক হয়নি, কথাবার্তা শেষ হলে জানিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি এদিন শাসকদল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ প্রসঙ্গে কটাক্ষ করে বিমানবাবু বলেন, বিজেপির সঙ্গে রফা করি নাকি তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা।

নন্দীগ্রামের পাশাপাশি প্রার্থীদের তালিকায় বাদ পড়েছে এগরা, পিংলার প্রার্থীদের নাম। এছাড়া পাথরপ্রতিমা, কাকদ্বীপ সবংয়ের মত আসনগুলি ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসের জন্য। অপরদিকে ফুরফুরা শরীফের তরফ থেকে খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে আইএসএসএস প্রার্থীদের সম্পূর্ণ তালিকা।

এদিনের প্রকাশিত তালিকা অনুযায়ী, বামেদের প্রার্থী হয়েছেন — কাঁথি উত্তর – সুতনু মাইতি, সাগর – ডা: শেখ মুকুলেশ্বর রহমান, পাঁশকুড়া পূর্ব – শেখ ইব্রাহিম আলী, নন্দকুমার – করুণা শংকর ভৌমিক, হলদিয়া তফ: – মনিকা কর ভৌমিক, চন্ডিপুর – আশিষ গুছাইত, গোসাবা (তফ:) – অনিল চন্দ্র মন্ডল, নারায়ণগড় – তাপস সিনহা, খেজুরি(তফ:) – হিমাংশু দাস, কাঁথি দক্ষিণ – অনুরূপ পন্ডা, রামনগর – সব্যসাচী জানা, ঝারগ্রাম – মধুজা সেন রায়, রানিবাঁধ (তফ: উপ) – দেবলীনা হেমব্রম প্রমূখ।

 

 

Related Articles

Back to top button
error: