HighlightNewsদেশ

কোভ্যাকসিন নিয়ে কোনো রকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: গতকাল থেকেই সারা দেশে কোভ্যাকসিন এবং কোভিশিল্ডের টিকা দেশের সমস্ত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের দেওয়া শুরু হয়েছে। তবে, শুরু থেকেই কৌশল নিয়ে বেশ কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে চিকিৎসক মহলের একাংশের মধ্যে। অনেকেরই কোভ্যাকসিনের থেকে কোভিশিল্ডের ওপরেই বেশি ভরসা।এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন ভারত বায়োটেকের কোভ্যাকসিনের এখনো ট্রায়াল চলছে অপরদিকে, সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের তিনটি ধাপের ট্রায়ালই সফলভাবে সম্পূর্ণ।যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন,”এইভাবে সব বিষয়কে এক করে দেখলে চলবে না। গুজবে কান দেবেন না।” পাশাপাশি এই দুটি ভ্যাকসিনের মধ্যে বাছাই করার কোন প্রশ্ন নেই বলেও জানিয়েছেন তিনি।

অপরদিকে, কোভ্যাক্সিন টিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাম মনোহর লোহিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসকরা চিঠি দিয়ে সুপারকে জানিয়েছেন,”আমাদের হাসপাতালে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু ওই টিকার ট্রায়াল সম্পূর্ণ না হওয়ায় সংশয় থেকে যাচ্ছে। সে জন্যে টিকাকরণে সর্বতোভাবে অংশগ্রহণ হয়ত করবেন না চিকিৎসকরা। কোভিশিল্ড ভ্যাকসিন ট্রায়ালের সব ধাপ পার করেছে। ওই টিকা দেওয়াই শ্রেয়।”

Related Articles

Back to top button
error: