HighlightNewsআন্তর্জাতিক

ফিলিস্তিন-ইসরাইল সংঘাত ও গাজা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের সাধারণ পরিষদ

টিডিএন বাংলা ডেস্ক: ফিলিস্তিনের গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ জরুরি বৈঠক ডাকা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ বৈঠক হওয়ার কথা রয়েছে। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কয়েকটি দেশের পক্ষ থেকে জর্ডান ও মৌরিতানিয়ার অনুরোধে এ বৈঠক ডাকা হয়েছে।

এ বিষয়ে আজ মঙ্গলবার এক এক্স (টুইটার) বার্তায় জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস বলেন, কোনো পরিস্থিতিতে যখন নিরাপত্তা পরিষদ যথাযথ উদ্যোগ নিতে ব্যর্থ হয়, তখন সাধারণ পরিষদকে এগিয়ে আসতে হয়।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে নতুন করে একটি প্রস্তাব পাসের চেষ্টা করছে। এর আগে গত সপ্তাহে যুদ্ধবিরতির একটি প্রস্তাব স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাতিল হয়ে যায়। এর মধ্যে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সূত্র- প্রথম আলো

Related Articles

Back to top button
error: