রাজ্য

সিরিয়ায় ইরানের রিভুলুশনারি গার্ড বাহিনীর অবস্থানে হামলা চালাল আমেরিকা, ফিলিস্তিন যুদ্ধের প্রতিক্রিয়া! চলছে জল্পনা 

টিডিএন বাংলা ডেস্ক: সিরিয়ায় ইরানের রিভুলুশনারি গার্ড বাহিনীর ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের প্রতিক্রিয়া হিসাবে এই আক্রমণ চালানো হয়েছে কিনা সেই জল্পনাও শুরু হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলার সঙ্গে হামাস-ইসরাইল যুদ্ধের কোনো সম্পর্ক নেই।

চলতি সপ্তাহে সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়েছে। ওই হামলার সময় এক মার্কিন ঠিকাদার আশ্রয় গ্রহণ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং ২১ মার্কিন কর্মকর্তা সামান্য আহত হয়েছিলেন। আহতরা ইতোমধ্যেই তাদের কাজে ফিরে গেছেন।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সঙ্ঘাত চায় না এবং বৈরিতা আর বাড়ানোর কোনো ইচ্ছা পোষণ করে না। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান-সমর্থিত বাহিনীর হামলা অগ্রহণযোগ্য এবং তা রুখতেই হবে। তিনি বলেন, এই হামলা ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সঙ্ঘাতের সাথে সম্পর্কহীন। ইসরাইল ও হামাস সঙ্ঘাতের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তনও নয় এই হামলা।   সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল, নয়া দিগন্ত

Related Articles

Back to top button
error: