বাংলাদেশের অশান্তি ছোঁয়া লাগতে পারে এপার বাংলাতেও! সতর্কতা জারি করল নবান্ন

টিডিএন বাংলা ডেস্কঃ দুর্গাপুজোকে নিয়ে বাংলাদেশে যে অশান্তি চলছে সেই উত্তাপের আঁচ যাতে কোনওভাবে এপার বাংলায় অশান্তির আগুন ছড়াতে না পারে, তার জন্য নবান্ন থেকে সতর্কবার্তা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। নবান্ন সূত্রে খবর, সাম্প্রদায়িক হিংসার ঘটনা কড়া হাতে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শীর্ষস্তরের পুলিশকর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখতে। সশস্ত্র বাহিনীকেও সতর্ক করা হয়েছে পড়শি দেশের এই অশাস্তির আঁচ যাতে কোনওভাবে এ রাজ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, তাই বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এডিজি ইন্টেলিজেন্স এবং ডিজি রেলকে এই বিষয়ে চিঠি দিয়ে নবান্নের তরফে সতর্ক করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম ও নোয়াখালি জেলায় কয়েকটি ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে বিভিন্ন মেসেজে। এই অবস্থায় দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলি স্পর্শকাতর হয়ে রয়েছে। অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এবার দুর্গাপুজোর সময় সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক কিছু বার্তা ছড়িয়ে পড়ে এবং তার ফলে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়। হিংসার ঘটনাও ঘটে। বাংলাদেশ প্রশাসন যদিও ঘটনার পর দ্রুত কড়া পদক্ষেপ নেয়। সেখানে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে ৯ ১৮ , ১৯ অক্টোবর রাজ্যের নবী দিবস। দুর্গাপুজোর বিসর্জনও চলছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখতে হবে। প্রশাসনের কাছে তথ্য রয়েছে যে, এই ঘটনার পর থেকেই বেশ কয়েকটি কট্টরপন্থী গোষ্ঠী উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। এই অবস্থায় কোনও ঘটনাকে হালকাভাবে নেওয়া ঠিক য হবে না। অশান্তির সম্ভাবনা রয়েছে এমন কোনও ঘটনার আঁচ পাওয়া মাত্রই কড়া ব্যবস্থা নিতে হবে।