২৩ বছরের পুরানো মামলায় রণদীপ সুরজেওয়ালাকে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল উত্তরপ্রদেশের আদালত

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্কঃ কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ রণদীপ সুরজেওয়ালার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে উত্তরপ্রদেশের আদালত। বানারসের বিশেষ (এমপি-এমএলএ) আদালত, ২৩ বছরের পুরনো একটি মামলায় এই জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে ৯ জুন। এই বিষয়ে আদালত কঠোর মন্তব্য করে বলেছেন, হাইকোর্টের নির্দেশে বিচারের স্বার্থে আসামিদের শেষ সুযোগ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, ২০০০ সালে যখন সুরজেওয়ালা যুব কংগ্রেসের জাতীয় সভাপতি ছিলেন তখন, সম্বাসিনী ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ওঠা মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বারাণসীতে তোলপাড় করার জন্য এবং সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সুরজেওয়ালা ২০০০ সালের ২১আগস্ট, বারাণসীতে অনুষ্ঠিত একটি বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। অভিযোগ, ওই প্রতিবাদের সময়, সুরজেওয়ালার সমর্থকরা সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করে, পাথর ছোঁড়ে এবং সরকারি কর্মচারীদের তাদের দায়িত্ব পালনে বাধা দেয়। সুরজেওয়ালা এবং অন্যদের বিরুদ্ধে বারাণসীর ক্যান্ট থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। বর্তমানে তাঁর বিরুদ্ধে বারাণসীর সাংসদ-বিধায়ক আদালতে বিচার চলছে।


এই মামলায়, সুরজেওয়ালার পক্ষে যুক্তি দেওয়া হয়েছে যে, তিনি আদালতের আগের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালাসের আবেদন করার জন্য সময় দিতে হবে। হাইকোর্টের আগের আদেশের ভিত্তিতে বিচারের স্বার্থে অভিযুক্তদের শেষ সুযোগ দেওয়া হয়েছে, তাই অভিযুক্তদের আবেদন গ্রহণের পর্যাপ্ত কারণ নেই। অভিযুক্তের আবেদন খারিজ করার পর জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়।


এদিকে, সুরজেওয়ালার আইনজীবী বলেছেন, রাজ্যসভার সদস্যের নাম এফআইআর-এ নেই। গ্রেফতারি পত্র ও কেস ডায়েরিতেও তার নাম নেই। তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এর ভিত্তিতে আদালতে আবেদন করে মামলা থেকে খালাস চেয়ে আবেদন করা হয়। এডিজিসি বিনয় কুমার সিং আদালতে অভিযুক্তপক্ষের যুক্তির বিরোধিতা করেন।