বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় এবং ওই মামলা নিয়ে হওয়া রাজনীতি সঠিক নয়; দাবি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার

ছবি সৌজন্যে টিডিএন ওয়ার্ল্ড।

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: আজ বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে একটি সাংবাদিক সম্মেলন করে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে, বাবরি মসজিদ ধ্বংস মামলায় আদালতের দেওয়া রায় এবং ওই মামলাকে কেন্দ্র করে যে রাজনীতি হয়েছে তা সঠিক নয়। ওয়েলফেয়ার পার্টির সর্বভারতীয় সভাপতি এসকিউআর ইলিয়াস বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীর এই দিনটিকে একটি কালা দিবস বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, দেশের দুই মহান গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট এবং সিবিআই দেশের মুসলিম নাগরিকদের দৃষ্টিতে ব্যর্থ হয়েছে।

বাবরি মসজিদ মামলায় ন্যায় বিচারের প্রসঙ্গে এসকিউএল ইলিয়াস আরো বলেন,”যে সুপ্রিম কোর্ট, সংবিধানের রক্ষক এবং মুসলমান সহ দেশের সমস্ত নাগরিকদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেয়, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এমন একটি বিস্ময়কর রায় দিয়েছে যাতে, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তের মধ্যে কোনও মিল নেই। বাবরি মসজিদ ধ্বংস একটি বেআইনী ও অসাংবিধানিক কাজ হওয়া সত্ত্বেও, মাননীয় আদালত ন্যায় বিচারের শ্বাসরোধ করে বাবরি মসজিদের জমি সেই দলেরই হাতে হস্তান্তর করল যা তার ধ্বংসের জন্য দায়ী।”

তিনি আরো বলেন,”কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই), দেশের সুপ্রিম তদন্ত সংস্থা একটি খাঁচায় বন্ধ তোতা পাখির মতো আচরণ করে এবং একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ তদন্ত করতে ব্যর্থ হয় আর ধ্বংসের জন্য দায়ী ঐ সমস্ত অভিযুক্তদের প্রমাণের অভাবে খালাস করে দিয়েছে। সরকারী ও বেসরকারী এজেন্সিগুলির কাছে যথেষ্ট প্রমাণ মজুদ আছে, শুধু তাই নয়, লিবারহান কমিশনও স্পষ্ট করে বলেছিল যে এই ধ্বংসযজ্ঞ সংঘ পরিবারের একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল।”

এ প্রসঙ্গে সিবিআই এর কাছে ওয়েলফেয়ার পার্টি সর্বভারতীয় সভাপতি ডক্টর এসকিউআর ইলিয়াস আবেদন করেছেন যাতে তাঁরা, লখনউ সিবিআই আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান এবং কোনরকম পক্ষপাতিত্ব ছাড়া ন্যায় বিচার পাওয়ার জন্য তদন্ত করেন। যেখানে বিজেপির নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য অন্যায্য উপায় অবলম্বন করা হয়েছে। এর পাশাপাশি তিনি দেশের রাষ্ট্রীয় চেতনার মধ্যে থাকা সেই বৈষম্য এবং অন্যায়ের প্রতি জাগ্রত হওয়ার আবেদন জানিয়েছেন যা দেশের মুসলিম নাগরিকদের পূজা স্থল, বাবরি মসজিদের সাথে করা হয়েছে।