টিডিএন বাংলা ডেস্ক : ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে জোট বেঁধেছিল সিপিএম-কংগ্রেস ও পীরজাদা আব্বাস সিদ্দিকির দল আইএসএফ। যদিও বিধানসভায় একটি মাত্র আসন পায় শুধু সংযুক্ত মোর্চাই। তারপর থেকেই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আজ সীতারাম ইয়েচুরির বক্তব্যে সেই প্রশ্নের অবসান। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার সেই প্রশ্নের উত্তর দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বিধানসভা নির্বাচনের জন্যই সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল। ভোট শেষ, তাই সংযুক্ত মোর্চাও শেষ। বর্তমানে সংযুক্ত মোর্চার প্রাসঙ্গিকতা ফুরিয়েছে।’
সেক্ষেত্রে কি কংগ্রেসের সঙ্গেও মধুচন্দ্রিমার ইতি? তাঁর খোলাখুলি উত্তর না দিলেও ইয়েচুরি বলেন, ‘ইন্দিরা গান্ধিকে পরাজিত করতে জনতা পার্টি তৈরি হয়েছিল। তারপর আর প্রাসঙ্গিক ছিল না। এ ক্ষেত্রেও তাই হয়েছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা। এখন মোর্চার প্রাসঙ্গিকতা ফুরিয়েছে।’ ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়ে প্রদেশ কংগ্রেসের সঙ্গে একটা মন কষাকষি হয় সিপিএমের। কংগ্রেস প্রার্থী না দেওয়ায় সেখানে সিপিএম শ্রীজীব বিশ্বাসকে ভোটে দাঁড় করিয়েছে।
ঘটনা হল, দিল্লির শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই মুহূর্তে মমতার বিরোধীতা চাইছে না প্রদেশ কংগ্রেস। তাই জোটের ভবিষ্যৎ নিয়েও একটা প্রশ্ন চিহ্ন সৃষ্টি হয়েছে। যদিও এখনও সিপিএমের শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে জোটের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলতে চায়নি।