HighlightNewsআন্তর্জাতিক

পুতিনের ঘোষণার পরই শুরু ইউক্রেন যুদ্ধ, বিস্ফোরণে কেঁপে উঠল কিভ!

টিডিএন বাংলা ডেস্ক : অবশেষে আশঙ্কাই সত্যি হল বেজে উঠল যুদ্ধের দামামা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘সামরিক অভিযান’-এর ঘোষণা দেওয়ার মিনিট খানেক পরপরই শুরু হয়ে গেল যুদ্ধ। ইউক্রেনের একাধিক শহরে রুশ বাহিনীস হামলা চালিয়েছে বলে খবর। ইউক্রেনের একের পর শহরে শোনা যাচ্ছে গোলার শব্দ। এমনকি ইউক্রেনের রাজধানী কিভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়ার সেনা বাহিনী। রাশিয়া শুধু যুদ্ধ শুরু করেছে তাই নয় ইউক্রেন সরকারকে অস্ত্র সমর্পণেরও আহ্বান জানিয়েছে। এই যুদ্ধের দামামা বেজে ওঠায় আতঙ্কিত গোটা বিশ্ব।

ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, রাশিয়া তাদের সামরিক পরিকাঠামোতে হামলা চালাচ্ছে। মিসাইল ও রকেট হামলার কারণে কিয়েভ ও খার্কিভে সেনা কম্যান্ডের পোস্ট ধ্বংস হয়ে গিয়েছে। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি বিমানঘাঁটি। বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে অসংখ্য বহুতল। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এখনও পর্যন্ত তাদের কয়েকশো সেনার নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নিশ্চিত করেনি তারা। একইসঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, তারা পূর্ব ইউক্রেনে একটি রাশিয়ান যুদ্ধবিমান ও হেলিকপ্টারকে ধ্বংস করে দিয়েছে।
অন্যদিকে রাশিয়ার সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা ইউক্রেনে ন্যাশনাল গার্ডের প্রধান কার্যালয় ধ্বংস করে দিয়েছে। তারা ইউক্রেনের বিমানঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবিও করেছে। এছাড়া লুহানস্কের দুটি শহর দখলেরও দাবি করেছে রাশিয়া।

যদিও পুতিন এই যুদ্ধ প্রসঙ্গে বলেন, ‘ইউক্রেনে আমাদের বিশেষ সামরিক অভিযানের পরিকল্পনায় ইউক্রেনের ভূখণ্ড দখল করা অন্তর্ভুক্ত নেই। আমরা ইউক্রেনের নিরস্ত্রীকরণ এবং ডিনাজিফিকেশনের লক্ষ্য রাখব। যে কেউ আমাদের মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করলে বা আরও বেশি করে আমাদের দেশ এবং আমাদের জনগণের জন্য হুমকি তৈরি করলে, তাকে অবশ্যই জানতে হবে যে রাশিয়ার প্রতিক্রিয়া তাত্‍ক্ষণিক হবে এবং এমন পরিণতির দিকে নিয়ে যাবে যা ইতিহাসে আগে কখনও অনুভব করা হয়নি।’

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া সারা দেশে সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। ইউক্রেন তার নিজস্ব প্রতিরক্ষামূলক ব্যবস্থা চালু করছে। তিনি ইউক্রেনীয়দের শান্ত থাকার এবং বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন।’

Related Articles

Back to top button
error: