নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : ত্রিপুরাতে মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি ও মসজিদ ভাঙচুর ও তাদের উপরে হামলার অভিযোগ উঠেছে। ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠার ও হিংসা বন্ধের দাবিতে আজ কলকাতার ত্রিপুরা ভবনে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করা হলো। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, পার্টির পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, রাজ্য সম্পাদকদ্বয় সাহাজাদি পারভীন, মানোয়ারা বেগম, আবু তাহের আনসারী, ফিটুর রাজ্য সভাপতি শেখ মুজাফ্ফার ও জুলফিকার আলী মোল্লা। রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন, “ত্রিপুরা ভবন এর মাধ্যমে ত্রিপুরা মুখ্যমন্ত্রীকে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা দাবি জানিয়েছি, অবিলম্বে যে সহিংসতা সৃষ্টি হয়েছে তা নিয়ন্ত্রণ করতে হবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনঃনির্মাণের ব্যবস্থা করতে হবে এবং অবশ্যই এই হিংসার পিছনে যারা দায়ী তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
পাশাপাশি তিনি ত্রিপুরা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্য না করার সমালোচনা করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ভূমিকা নিক। পশ্চিমবঙ্গেও যারা সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য প্ররোচনা দিচ্ছে এবং ষড়যন্ত্র করছে তারা যাতে এ কাজে সফল না হয় সে ব্যাপারে বাংলা প্রশাসনকে সর্বদা সজাগ থাকতে হবে।” উল্লেখ্য যে, বেশ কিছুদিন ধরে চলা ঘটনার ফলে ত্রিপুরার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। এর প্রতিবাদে দেশজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন, গণসংগঠন এবং রাজনৈতিক দল সোচ্চার হয়েছে। তারা মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিয়েছেন ত্রিপুরাতে শান্তি ফিরিয়ে আনতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর্থক ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছে।