টিডিএন বাংলা ডেস্ক: নভেম্বরের চতুর্থ সপ্তাহ থেকে শুরু হবে পার্লামেন্টের শীতকালীন অধিবেশন। সূত্রের খবর, অধিবেশন চলতে পারে ২৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত। কোভিডবিধি মেনেই অধিবেশন হবে।
এবারের বর্ষাকালীন অধিবেশন দফায় দফায় মুলতুবি হয়েছে। পেগাসাস ইস্যুতে এবার পণ্ড হয়েছে অধিবেশন। সামনেই ৫ রাজ্যের নির্বাচন। তার আগে বেশি সতর্ক হয়েই শীতকালীন অধিবেশন আয়োজন করতে চাইছে সরকারপক্ষ। সংসদ সূত্রে খবর, বেশি সতর্ক হয়েই শীতকালীন অধিবেশন আয়োজন করতে চাইছে সরকারপক্ষ। অধিবেশন শেষ হলেই নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে যাবে। তবে এবারের অধিবেশনও যে খুব একটা শান্তিপূর্ণ হতে চলেছে তা মনে করছেন না রাজনৈতিক মহল। কারণ জ্বালানির মূল্যবৃদ্ধি, কাশ্মীর পরিস্থিতি, লখিমপুর-কাণ্ডের মতো বিষয়গুলো সংসদে সরকারপক্ষের মাথাব্যথার কারণ হতে পারে। ফলে সেদিকের ওপরও নজর রাখছে সরকারপক্ষ।