HighlightNewsদেশ

ভিন বর্ণে বিয়ে করার শাস্তি, সমস্ত সরকারি সুবিধা ছেড়ে দিতে বলা হল মহিলাকে

টিডিএন বাংলা ডেস্ক: নামেই আমরা আধুনিক হয়েছি, কিন্তু আমাদের দেশে এখনো এমন গ্রাম রয়েছে যেখানে ভিন বর্ণে বিয়ে করা অপরাধ। মহারাষ্ট্রের রায়ম্বে গ্রামের এক মহিলার অপরাধ এটুকুই যে তিনি এক অন্য বর্ণের পুরুষকে বিয়ে করেছেন। সেই অপরাধের শাস্তি হিসেবে ওই গ্রামের জাত পঞ্চায়েতের তরফ থেকে শাস্তি হিসেবে ওই মহিলাকে লিখিত আবেদন জমা দিতে বাধ্য করা হয়েছে, যেখানে তিনি লিখেছেন যে তপশিলি উপজাতি হওয়ার সত্তেও সমস্ত সরকারি সুবিধা তিনি ছেড়ে দেবেন। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে প্রকাশ আম্বেদকরের নেতৃত্বাধীন বঞ্চিত বহুজন আঘাদি(ভিবিএ)। ভিবিএ-এর দাবি রায়ম্বে গ্রামের সরপঞ্চ অধিকারের অপব্যবহার করেছেন। একইসঙ্গে মহারাষ্ট্রের জাত পঞ্চায়েতের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করার দাবিও জানানো হয়েছে ভিবিএ-এরপক্ষ থেকে।
সূত্রের খবর অনুযায়ী, নাসিকের ইগাতপুরি তালুকের ওয়ালভিহির গ্রামের বাসিন্দা ওই মহিলা সম্প্রতি অন্য বর্ণের একজন পুরুষের সঙ্গে বিবাহ করেছেন। ৫মে, যখন ওই দম্পতি ইগাতপুরি তালুকের রায়ম্বে গ্রামে তাদের বাড়িতে আসেন তখন ওই মহিলার সম্প্রদায়ের কিছু মানুষ বিক্ষোভ দেখান। অভিযোগ, ওই দম্পতিকে পঞ্চায়েতের সামনে ডেকে আনা হয় এবং মহিলাকে বাধ্য করা হয় যাতে তিনি তপশিলি উপজাতিদের জন্য সরকারি সুবিধা ছেড়ে দেন কারণ তিনি অন্য বর্ণের একজন পুরুষকে বিয়ে করেছেন। জানা গিয়েছে, পঞ্চায়েত ওই মহিলা এবং তাঁর স্বামীকে একটি লিখিত পত্রে সই করিয়ে সরপঞ্চের স্টাম্প লাগিয়ে নেয়।

এই ঘটনা প্রসঙ্গে ভিবিএ-এর ত্রিম্বকেশ্বর ইউনিটের সভাপতি উমেশ সোনাওয়ানে সাংবাদিকদের জানিয়েছেন, সরকার এক বর্ণের মানুষের সঙ্গে অন্য বর্ণের মানুষের মধ্যে দূরত্ব কম করার জন্য উৎসাহিত করে এবং আন্ত:বর্ণ বিবাহের জন্য আর্থিক সাহায্যও করা হয় সরকারের তরফ থেকে। তিনি আরো বলেন,”এক্ষেত্রে সরপঞ্চ তাঁর অধিকারের অপব্যবহার করেছেন এবং তা করা উচিত ছিল না। তাই তাঁকে পদ থেকে অপসারণ করা উচিত এবং জাত পঞ্চায়েতের বিরুদ্ধে মামলা করা উচিত।”

Related Articles

Back to top button
error: