HighlightNews

প্রয়াগরাজে মারার আগে মহিলাদের ধর্ষণ করা হয়েছিল, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলের

টিডিএন বাংলা ডেস্ক: প্রয়াগরাজে দু’বছরের শিশু সহ একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যার ঘটনার পর রবিবার ওই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে যান তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা। দোলা সেনের নেতৃত্বে রবিবার দুপুরে পৌঁছয় তৃণমূলের পাঁচ সদস্যের বিশেষ প্রতিনিধি দল। এই দলের বাকি সদস্যরা হলেন মমতা ঠাকুর, সাকেত গোখলে, জ্যোৎস্না মান্ডি এবং ললিতেশপতি ত্রিপাঠি। তৃণমূলের বিশেষ প্রতিনিধি দলের অভিযোগ ওই পরিবারের মহিলাদের শুধুমাত্র পুড়িয়ে মারার চেষ্টা নয়, তাদের মৃত্যুর আগে ধর্ষণও করে দুষ্কৃতীরা। তৃণমূলের সদস্যদের দাবি, পরিবারের কর্তা রাম কুমার যাদবের ছেলে সুনীল (৩০), যিনি ঘটনাচক্রে সেদিন বাড়িতে ছিলেন না বলে প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি নিজে এই কথা জানিয়েছেন। তৃণমূলের প্রতিনিধি দলের অভিযোগ যোগীর রাজত্বে উত্তরপ্রদেশের মানুষ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। উত্তরপ্রদেশের বিজেপি সরকার অযোগ্য এবং অ-সংবেদনশীল। প্রয়াগরাজের ঘটনার তথ্য-সত্য জানতে যাওয়া ওই প্রতিনিধিদলের সাফ কথা, প্রয়াগরাজের মত জায়গায় এধরনের ঘটনা কেন ঘটলো তার জবাব দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দু’জনকেই।

তৃণমূলের প্রতিনিধিদলের ওই সফরের বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরে এআইটিসি উত্তরপ্রদেশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একাধিক ট্যুইট করা হয়েছে। ওই সমস্ত ট্যুইটের মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সুনীল যাদব দোলা সেনকে জানাচ্ছেন যে তাঁর স্ত্রী এবং তাঁর বোনের শরীরের জামাকাপড় অবিন্যস্ত অবস্থায় ছিল। পরিবারের সদস্যদের তৃণমূলের প্রতিনিধিদের কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।

Related Articles

Back to top button
error: