HighlightNewsদেশ

গ্রাম প্রধানের কাজে ফাঁকি দিয়ে ইউক্রেনে গেছিলেন ডাক্তারি পড়তে, সাহায্যের আর্জি জানাতে গিয়ে সমস্যায় পড়লেন তরুণী

টিডিএন বাংলা ডেস্ক: গ্রাম প্রধানের কাজে ফাঁকি দিয়ে ইউক্রেনের ডাক্তারি পড়তে গিয়েছিলেন বৈশালী যাদব নামে এক তরুণী। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ইউক্রেন থেকে অন্যান্য ভারতীয় ছাত্র ছাত্রীদের মতো তিনিও একটি ভিডিও পোস্ট করে সাহায্যের আর্জি জানান। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নজরে পড়ে উত্তরপ্রদেশের হারদৈয়ের তেরাপুরসৌলি গ্রামের পঞ্চায়েত রাজ অফিসারের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এ বিষয়ে ওই গ্রামের পঞ্চায়েত রাজ অফিসার গিরিশচন্দ্র জানিয়েছেন, পঞ্চায়েতের অ্যাসিস্ট্যান্ট ডেভলপমেন্ট অফিসার এ বিষয়ে একবার রিপোর্ট জমা দিলেই বৈশালী যাদবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, বৈশালী যাদব ওই গ্রামের প্রাক্তন ব্লক প্রধানের কন্যা।

Related Articles

Back to top button
error: