HighlightNewsরাজ্য

সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা রাজ্য সরকারের, ডিএ নিয়ে নেই কোনো ঘোষণা 

টিডিএন বাংলা ডেস্ক: সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো রাজ্য সরকার। কিন্তু সেই ঘোষণার মধ্যে ডিএ নিয়ে নেই কোনো ঘোষণা। গতকাল বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সরকারি কর্মীদের বর্ধিত বেতনের সময়সীমা বাড়ানো, স্বাস্থ্য বিমায় ‘ক্যাশলেস’ বা বিনা নগদের সুযোগ বৃদ্ধি, বেশ কিছু নতুন পদ সৃষ্টি সহ একগুচ্ছ ঘোষণা দিয়েছেন। কিন্তু এই ঘোষণার মধ্যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে কোনও কিছু না বলার কারণে প্রতিবাদ জানিয়েছেন ডিএ-এর দাবিতে আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলি।

এদিন নবান্নে কয়েকটি কর্মচারী সংগঠন ও আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর রাজ্য সরকার একটি ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়, বর্ধিত ‘পে স্কেল’ বা বেতনহার ১৬ ও ২৫ বছর থেকে কমিয়ে ১৫ ও ২৪ বছর করা হয়েছে। অর্থাৎ এক বছর করে আরও দু’বছর বাড়তি হারে বেতন পাবেন তারা। পূর্বে সরকারি স্বাস্থ্য বিমায় দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনা নগদের সুবিধা দেওয়া হত। এবার সেটা বাড়িয়ে দু’লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। এসএসকে বা শিশু শিক্ষা কেন্দ্র এবং এমএসকে বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের প্রতি বছর ৩% হারে ভাতা বৃদ্ধি করা হয়। পাশাপাশি অবসরের সময় তারা এককালীন তিন লক্ষ টাকা করে পান। কিন্তু মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক দফতরের শিক্ষকরা এই সুবিধা পান না। তবে নতুন ঘোষণা অনুযায়ী এবার থেকে তারাও এই সুবিধা পাবে। পদোন্নতির ফলে বিভিন্ন দফতরে তৈরি শূন্য পদগুলি তিন মাসের মধ্যেই পূরণ করার নির্দেশ দিয়েছেন মমতা।

সরকারি সিদ্ধান্তে ‘কমন ক্যাডার সার্ভিসে’ অতিরিক্ত সচিবের ১০টি বাড়তি পদ সৃষ্টি হয়েছে। সেকশন অফিসারের ৪৭০টি পদ বেড়ে ৬০০, ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি কিংবা তার মতো পদ ২০৮ থেকে বেড়ে ৩০০, সহকারী সচিবের ১১২টি পদ বেড়ে ১৫০, উপসচিবের পদ ১১৪ থেকে বেড়ে ১৫০ এবং যুগ্মসচিবের ২০টি পদ বেড়ে হচ্ছে ৩০টি। রেভিনিউ সার্ভিস, সমবায়, শ্রম, খাদ্য ও সরবরাহ, তথ্য ও সংস্কৃতি, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস লিগ্যাল এবং স্ট্যাটিস্টিক্স সার্ভিসে যুগ্ম ও বিশেষ সচিব পদের সংখ্যা বাড়ানো হয়েছে। এতে ঠিক সময়ে পদোন্নতির সুযোগ মিলবে বলে সরকারের দাবি। পদ বাড়ানো হয়েছে সেচ, পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন ধাপেও।

Related Articles

Back to top button
error: