HighlightNewsরাজ্য

রাজ্যে গণতন্ত্র নেই’ বললেন রাজ্যপাল জগদীপ ধনকর

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলাঃ রাজ্যে গণতন্ত্র নেই এমনি কথা বলেছেন রাজ্যপাল জাগদীপ ধনকর। সেই কথার সূত্র ধরেই এ দিন নিমতলা শ্মশান ঘাট থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ভোট পরবর্তী সময়ে রাজ্যজুড়ে হিংসা চলছে। বিজেপির অনেক কর্মী সমর্থকদের খুন করা হয়েছে। মহিলাদের ধর্ষণ করা হয়েছে। রাজ্যজুড়ে হিংসা মারাত্মক বেড়ে গেছে। তবে তৃণমূল সরকারের আমলের আগে থেকেই এই ধরনের অবস্থা ছিল। তৃণমূল সরকার একে চরম শিখরে পৌঁছে দিয়েছে।” পাশাপাশি তিনি জানিয়েছেন ভবানীপুরে তাদের প্রার্থী পিয়ঙ্কা টিব্রেওয়াল যথেষ্ট ভালো ভাবে প্রচার করেছেন এবং ভালো প্রার্থী হিসেবে তিনি তার কাজ করেছেন। বিজেপি ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী বলেও তিনি জানিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “যে বন্যা হয়েছে রাজ্যজুড়ে তা ম্যানমেড।” তবে সুকান্ত মজুমদার জানিয়েছেন, “বন্যা পরিস্থিতি যে সমস্ত বাঁধগুলি ভেঙে পড়েছে তার জন্য দায়ী রাজ্য সরকার। বাধগুলি ভালো করে মেরামত করা হয়নি, ঠিক করে গঠন করা হয়নি, কোন পরিকাঠামো নেই। তাই আগের বছরও বন্যা হয়েছিল এবং এভাবে চললে সামনের বছরও বন্যা হবে।” অন্যদিকে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই উপলক্ষে তৃণমূল এবং বিজিপির মধ্যে একটি হাইড এন্ড সিক লড়াই চলছে। সে ব্যাপারে সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, “এর মধ্যে কোন লড়াই নেই। বিজেপি বিজেপির মত করেই জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করছে। মহাত্মা গান্ধীর আদর্শ নীতিকে মেনেই বিজেপি চলে।”

Related Articles

Back to top button
error: