টিডিএন বাংলা ডেস্ক : সংসদে কেন্দ্রীয় সরকার দাবি করেছে, কৃষক আন্দোলন চলাকালীন কোনও মৃত্যুর তথ্য নেই তাদের কাছে। সরকারের এই দাবির পাল্টা বিবৃতি জারি করলেন আন্দোলনরত কৃষকরা। সংযুক্ত কিষান মোর্চার তরফে এক প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে, পঞ্জাবে আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫৩৭ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রের দাবির পালটা দিতে গিয়ে একটি ব্লগ শেয়ার করা হয়েছে এই প্রেস বিবৃ্তিতে। সেখানে ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে যতজন কৃষকের মৃত্যূ হয়েছে তা উল্লেখ করা হয়েছে। ২০২০ সালের অক্টোবরেই ১২ জন কৃষকের মৃত্যু হয়েছিল। যেসব কৃষকের মৃত্যু হয়েছিল সিঙ্ঘু ও টিকরি সীমান্তে তাদের ছবিও দেওয়া হয়েছে ব্লগে। প্রত্যেক সপ্তাহে এই পরিসংখ্যান আপডেট করা হবে বলেও জানানো হয়েছে।
মূলত দুটি বিশেষ দিকের উপর নজর রেখেই আন্দোলনে গতি আনতে চাইছেন আন্দোলনরত কৃষকরা। প্রথমটি হল, কিষান সংসদের ঘোষণা ও দ্বিতীয়টি হল, পিপলস হুইপ। এই পিপলস হুইপের মাধ্যমে সংযুক্ত কিষান মোর্চার তরফে সমস্ত সাংসদকে আবেদন করা হবে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করতে। এছাড়াও ন্যূনতম সহায়ক মূল্যর আইনি গ্যারান্টি দেওয়া।