ট্রেনে পা রাখার জায়গা নেই, বৈদ্যুতিক খুঁটির ধাক্কায় মৃত্যু দরজায় ঝুলে থাকা যাত্রীর

টিডিএন বাংলা ডেস্ক: ট্রেনে গিজগিজে ভিড় পা রাখার জায়গা নেই। ফলে দরজায় ঝুলে ঝুলেই চলছে যাত্রী পারাপার। আর তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের পাতির ধারে থাকা বৈদ্যুতিক খুঁটির ধাক্কায় মৃত্যু হল দরজায় ঝুলে থাকা এক যাত্রীর। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগর স্টেশনের কাছে। ব্যান্ডেলের গোপীনাথপুর কলোনির বাসিন্দা ১৮ বছর বয়সী ওই তরুণ ছাত্রের নাম সাধন রায়।