Highlightদেশ

বুস্টার ডোজের কোনও বিজ্ঞানসম্মত প্রমান নেই, জানাল আইসিএমআর

টিডিএন বাংলা ডেস্ক : করোনার থাবা থেকে বাঁচতে নিয়মকানুন মেনে চলার পাশাপাশি টিকাকরণও গুরুত্বপূর্ণ। এই বিষয়ে মোটামুটি কমবেশি সকলেই অবগত। টিকার দুটি ডোজ নেওয়ার পরও বুস্টার ডোজ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের প্রধান ডাঃ বলরাম ভার্গভ। তিনি জানিয়েছেন, এখনও অবধি এমন কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ মেলেনি যার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে বুস্টার ডোজ আবশ্যক। ভার্গভ আরও বলেন, “দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করাই এখন সরকারের অগ্রাধিকার।”

পিটিআইকে ভার্গভ জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বুস্টার ডোজের প্রয়োজনীয়তার কোনও বৈজ্ঞানিক প্রমান নেই। নভেম্বরের শেষ সপ্তাহে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন বৈঠকে বসতে চলেছে। টিকাদান সংক্রান্ত কেন্দ্রের শীর্ষ বিশেষজ্ঞ এই প্যানেলের ওই বৈঠকে বুস্টার ডোজের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। সেই বৈঠকের আগেই আইসিএমআর এর সর্বোচ্চ কর্তার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ অনেকেই দেশে বুস্টার ডোজ চালু করার অনুমতি চেয়ে কেন্দ্রকে জানায়। সেই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, এই বিষয়ে কেন্দ্র সিদ্ধান্ত নিতে পারেনা। এই বিষয়টি জানাবে আইসিএমআর। বুস্টার ডোজের গুরুত্বের কথা তারা জানালে তবেই কেন্দ্র পদক্ষেপ গ্রহণ করতে পারে।

Related Articles

Back to top button
error: