নেহেরুর জন্মদিনে নেই কোনও কেন্দ্রীয় মন্ত্রী!

ছবি Wikimedia

টিডিএন বাংলা ডেস্ক : আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন। প্রতি বছরের মতো এবারও সংসদ ভবনে বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু সেখানে দেখা যায়নি কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে। ছিলেন না দেশের কোনও শীর্ষ নেতা। এর জেরে ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস। টুইটারে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লেখেন, “লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান সকলেই অনুপস্থিত। এর থেকে অবমাননাকর আর কী হতে পারে?”

এদিন সংসদের সেন্ট্রাল হলে নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। ঘটনা হল লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত থাকলেও এদিন তাদের দেখা যায়নি। কংগ্রেস নেতা রমেশের টুইট ধরে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন লেখেন, আজকাল এসব ঘটনা দেখে অবাক হইনা। এই শাসকরা দেশের সমস্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে বিনষ্ট করছে। এর মধ্যে সংসদও রয়েছে। প্রতিদিন ধাপে ধাপে এই ধ্বংসের কাজ চলছে।”

সংসদে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ভানু প্রতাপ সিং বর্মা। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি একাধিক প্রথম সারির নেতা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। কংগ্রেস নেতা শশী থারুর প্রথম সারির নেতা-মন্ত্রীর অনুষ্ঠানে অনুপস্থিতির বিষয়টিকে অন্যায় বলে আখ্যা দিয়েছেন।