টিডিএন বাংলা ডেস্ক : অক্সিজেন ঘাটতির জন্য করোনার দ্বিতীয় ঢেউতে খুব একটা বেশি মৃত্যু হয়নি। সম্প্রতি কেন্দ্রের তরফে এমনই দাবি করা হয়েছিল। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। এরপরই কেন্দ্রের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয় অক্সিজেনের অভাবে মৃত্যুর পরিসংখ্যান জানানোর জন্য। ঘটনা হল, অধিকাংশ রাজ্য কেন্দ্রের সুরেই সুর মিলিয়ে জানিয়েছে। অর্থাৎ “অক্সিজেনের অভাবে তাদের রাজ্যে কোনও কোভিড রোগীর মৃত্যু হয়নি।”
করোনা দ্বিতীয় ঢেউয়ের একাধিক রাজ্যে মৃত্যুর ঢল। যার দায় বিরোধীরা চাপিয়েছিল কেন্দ্রের ঘাড়ে। অক্সিজেনের অভাবে কত জনের মৃত্যু হয়েছে তার হিসাব চেয়ে পাঠানো হয়েছিল রাজ্যগুলির মুখ্যসচিবের কাছে। তার উত্তরে নয়াদিল্লিতে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম-সচিব লভ আগরওয়াল জানান, “এখনও পর্যন্ত আমরা যা রিপোর্ট পেয়েছি, সেখানে একটি রাজ্য মাত্র একজন রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে। বাকি রাজ্যে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটেনি।” তবে এখানে প্রশ্ন উঠছে যে এপ্রিল মাসে দেশের রাজধানী দিল্লিতে অক্সিজেনের অভাবে মানুষের হাহাকার তাহলে কি মিথ্যা ছিল? অক্সিজেনের অভাবে ক্যামেরার সামনে মৃত্যু কি ছলনা ছিল?
কেন্দ্রের প্রশ্নের উত্তর দিয়েছে ১৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রদেশগুলি। তারা হল ওড়িশা, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, অসম, লাদাখ, সিকিম, ত্রিপুরা, ঝাড়খন্ড, হিমাচল প্রদেশ, অন্ধপ্রদেশ এবং পাঞ্জাব। শুধুমাত্র পাঞ্জাব জানিয়েছে যে তাদের রাজ্যে একজনের অক্সিজেনের অভাবে “সম্ভবত” মৃত্যু হয়েছে। এখনও কেন্দ্রের প্রশ্নের জবাব দেয়নি পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যগুলি। তাদের উত্তরের পর এই পরিসংখ্যানের পরিমাণে পরিবর্তিত হবে, বলে মনে করছেন অনেকেই।