HighlightNewsদেশবিনোদন

‘ওরা চায় উপত্যকার বাকি পণ্ডিতদেরও হত্যা করুক জঙ্গিরা’, ‘কাশ্মীর ফাইলস’-এর সমালোচনায় ‘কাশ্মীর পণ্ডিত সংঘর্ষ সমিতি

টিডিএন বাংলা ডেস্ক : যখন বিবেক পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিনেমাটি দেখতে উৎসাহ দিচ্ছেন বিভিন্ন রাজ‍্যের মুখ্যমন্ত্রীরা। কর ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ‍্যে। বক্স অফিসেও হিট। তখন ‘ওরা চায় উপত্যকার বাকি পণ্ডিতদেরও হত্যা করুক জঙ্গিরা’, এই ভাষাতেই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সমালোচনা করলেন ‘কাশ্মীর পণ্ডিত সংঘর্ষ সমিতি’ নামে একটি সংগঠনের সদস্য সঞ্জয় টিকু।

সঞ্জয় টিকুর ভাষায়, ”কিছু লোক এই ছবি দেখিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চায়। তাদের অঙ্গুলিহেলনেই ছবিটি তৈরি করা হয়েছে। ওরা চায় এখন উপত্যকায় যে সব পণ্ডিত রয়েছেন, তাঁদেরও হত্যা করুক জঙ্গিরা।” উপত্যকায় পণ্ডিতদের স্বার্থ নিয়ে লড়াই করে কাশ্মীর পণ্ডিত সংঘর্ষ সমিতি।
সোম্যা লাখানি নামে অপর এক জনৈক কাশ্মীরি পণ্ডিতের এই সিনেমা প্রসঙ্গে বলেন, ”এই সিনেমা শিল্প নয়, প্রচার। শিল্প ও প্রচারের সূক্ষ্ম ফারাক আছে। সেই পার্থক্যটা বোঝা জরুরি।”

উল্লেখ্য যে, ইতিপূর্বে এই সিনেমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র লেফটেন্যান্ট কর্নেল রবি শর্মার স্ত্রী অভিযোগ করেছেন এই সিনেমাতে তার স্বামীর চরিত্র বিকৃত করা হয়েছে। তিনি প্রশ্ন করেছেন সিনেমা তৈরি করার আগে তার কাছে থেকে বা সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কি? তিনি আরো প্রশ্ন তুলেছেন সিনেমাতে দেখানো হয়েছে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছেন হাতে তাদের গোলাপ ফুল। কিন্তু যখন কারফিউ চলছে, চারিদিকে উত্তেজনা বিরাজমান তখন কিভাবে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে? একইসঙ্গে তিনি বলেছেন, এই সিনেমা তার স্বামী তথা সেনাবাহিনীর অপমান।

Related Articles

Back to top button
error: