ভাঙচুর, হামলা করে ওরা ক্ষমতায় ফিরতে পারবে না : পার্থ চট্টোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক : ‘ভাঙচুর, হামলা করে ওরা ক্ষমতায় ফিরতে পারবে না’ সিপিএম তথা বামফ্রন্টকে এই সুরেই হুঁশিয়ার করে দিলেন তৃণমূল সরকারের অন্যতম মন্ত্রী তথা মমতার কাছের লোক হিসাবে পরিচিত পার্থ চট্টোপাধ্যায়। আনিস খানের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বাম ছাত্রযুব সংগঠন গুলো। কিন্তু কাল সেই মিছিলেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া জেলা (গ্রামীণ) পুলিশ সুপারের দফতর পাঁচলার পানিয়াড়া। বাম ছাত্রযুবদের সঙ্গে পুলিশ বাহিনীর সংঘর্ষে আহত হয়েছেন ৮ জন পুলিশকর্মী। আন্দোলনকারীদের অনেকেই জখম হয়েছেন। এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘সরকারের প্রধান পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা করেছেন। পুলিশ প্রয়োজনীয় সব পদক্ষেপ করছে। তার পরেও বামেদের এই ধ্বংসাত্মক রাজনীতি শুধু অর্থহীনই নয়। রাজ্যের জন্য ক্ষতিকারকও। ভাঙচুর, হামলা করে ওরা ক্ষমতায় ফিরতে পারবে না! এটা এখনও আলিমুদ্দিনের নেতারা বুঝে উঠতে পারছেন না!’’

অন্যদিকে একই দাবিতে কলকাতায় একটি প্রতিবাদ মিছিল করে বামফ্রন্ট। সেই মিছিল থেকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমানবসু বলেন, ‘‘আমাদের ছাত্র-যুবদের উপরে প্রতিদিন হামলা হচ্ছে। কিন্তু এই হামলা করে আমাদের আটকানো যাবে না! বিচারের দাবিতে আন্দোলন চলবেই।’ সিপিএম নেতা সুজন ভট্টাচার্য বলেন, ‘‘মীনাক্ষীর একার উপরেই ঝাঁপিয়ে পড়ল রাষ্ট্রীয় একগাদা পুরুষ গুন্ডা! নির্লজ্জতা সীমা ছাড়াচ্ছে। তাতেও পার পাবে না, ইনসাফ পেতেই হবে!’’

এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের মন্তব্য, ‘‘আনিসের হত্যাকারীদের শনাক্তকরণের জন্য তাঁর বাবার সামনে টিআই প্যারেড যে ভাবে করানো হয়েছে, তাতে সরকার আদৌ দোষীদের ধরতে চাইছে কি না, সে ব্যাপারে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এর মাধ্যমে তদন্তে অযথা দেরি করা হচ্ছে এবং খুনের তথ্য-প্রমাণাদি লোপ করতে সাহায্য করা হচ্ছে। আমরা সরকারের এই হীন প্রচেষ্টার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে বিশ্বাসযোগ্য তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করছি।’’