টিডিএন বাংলা ডেস্ক : সামনেই উৎসবের মরসুম। অথচ সেই সময়ই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। কয়েকদিন পরেই রয়েছে মহরম। মহরম থেকে দুর্গাপূজো পর্যন্ত আগামী তিন মাস রাজ্য গুলোকে স্থানীয় স্তরে যথাযথ বিধিনিষেধ পালন এবং জমায়েত এড়ানোর পরামর্শ দিল কেন্দ্র। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের এই মর্মে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।
করোনার দ্বিতীয় ঢেউ শেষ হয়নি। মঙ্গলবার তা জানিয়ে দেশবাসীকে সতর্ক করেছিলেন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পল। কেরলে আক্রান্তের সংখ্যা ফের ২০ হাজারের বেশি। সংক্রমণের গ্রাফ চড়ছে মহারাষ্ট্রেও। বিশেষজ্ঞদের মতে কেরলে হঠাৎ সংক্রমণ বৃদ্ধির পেছনে একটা বড় কারণ বকর ঈদের আগে তিন দিনের জন্য সব বাজার হাট খুলে দেওয়া। আর পাহাড়ি রাজ্যগুলিতে পর্যটনের ঢল সংক্রমণ বাড়াতে পারে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন উৎসব ঘিরেও তাই সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র। ২০ জুলাইয়ের পরে ফের সতর্কবার্তা এল বহু রাজ্যে।
নজরে রয়েছে ১৯ তারিখ মহরম, ৩০ তারিখ জন্মাষ্টমী, ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী এবং ৫-১৫ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর মরশুম। রাজ্যকে দেওয়া চিঠিতে রাজেশ ভুষণ লিখেছেন, আইসিএমআর এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিশেষজ্ঞরা বলছেন উৎসবের বিপুল ভিড় ঠেকানো না গেলে, তা সুপার স্প্রেডারের কাজ করবে। তাই রাজ্যগুলিকে আমাদের পরামর্শ, এই সময় স্থানীয় স্তরে যতটা সম্ভব কড়াকড়ি বজায় রাখা হোক। রাশ টানতে হবে জমায়েতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে ইতিমধ্যেই স্বাধীনতা দিবস পালনে কিছু গাইডলাইন পাঠিয়েছে।