HighlightNewsআন্তর্জাতিক

ব্রিটেনের ৩৬ জন সাংসদ সমর্থন করলেন কৃষক আন্দোলনকে

টিডিএন বাংলা ডেস্ক: লেবার পার্টির তনমনজিৎ সিং ধেসীর নেতৃত্বে ব্রিটেনের ৩৬ জন সাংসদদের একটি দল ভারতের নয়াকৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার চলতে থাকা কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। সাংসদদের ওই দল ব্রিটিশ বিদেশ সচিব ডোমিনিক রেবকে এই বিষয় নিয়ে নতুন দিল্লীর সাথে কথোপকথনের জন্য আর্জি জানিয়েছে। ৩৬ জন সাংসদদের ওই দল পাঞ্জাব এবং বিদেশের শিখ কৃষকদের সমর্থনের মাধ্যমে ভারত সরকারের সাথে কথোপকথন করতে আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে, কানাডা সরকারের পক্ষ থেকেও ফের একবার ভারতের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার দশ দিন ধরে চলতে থাকা কৃষক আন্দোলনকে সমর্থন করে মন্তব্য করেছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগেও কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার এবং মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন জাস্টিন ট্রুডো। এদিনও ফের একবার সেই একই বার্তা দিয়ে তিনি বলেন,”কানাডা দুনিয়ার যেকোন জায়গায় কৃষকদের শান্তিপূর্ণ প্রদর্শনের অধিকারের পক্ষে দাড়িয়ে থাকবে।”

এই নিয়ে দ্বিতীয় বার ভারতের কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মন্তব্য করলেন। যদিও ভারত সরকার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এধরনের মন্তব্যে মোটেও খুশি নয়। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর করোনা পরিস্থিতি সংক্রান্ত বিষয় নিয়ে বিদেশ মন্ত্রীদের সঙ্গে হতে চলা একটি বৈঠকে শামিল না হবার বার্তা দিয়েছেন। ভারত সরকারের পক্ষ থেকে কানাডার হাই কমিশনার নাদির প্যাটেলকে তলব করা হয়েছে। ভারত সরকার জানিয়েছে কৃষক আন্দোলন সম্পর্কে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং আরো কিছু নেতার মন্তব্য দেশের আভ্যন্তরীন বিষয়ে “অগ্রহণযোগ্য হস্তক্ষেপের” সমান। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে কানাডার উদ্দেশ্যে বলা হয়েছে, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে এটি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে “মারাত্মক ক্ষতি” ঘটাতে পারে। ‍

Related Articles

Back to top button
error: