নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তী উপলক্ষে আজ সোমবার ১৫ আগস্ট দেশজুড়ে মহা সমরহে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। আনন্দে মেতেছেন গোটা দেশবাসী। কিন্তু দেশের এই স্বাধীনতা কি প্রকৃতপক্ষে আদিবাসীদের জন্য স্বাধীনতার স্বাদ নিয়ে এসেছে? তাঁরা কি ফিরে পেয়েছেন তাদের অধিকার? তাঁরা কি উচ্চ বর্ণের অত্যাচার থেকে আজও মুক্তি পেয়েছে? শিক্ষিত তথাকথিত সুশীল সমাজের কাছে এমনই একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিলেন আদিবাসী নেতা শরদীন্দু উদ্দীপন।
টিডিএন বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে শরদীন্দু মহাশয় স্পষ্ট ভাষায় বলেন, “আদিবাসী মূলত এই দেশের মূল নিবাসী। এই দেশ আদিবাসীদের দেশ। এই স্বাধীনতা আদিবাসীদের স্বাধীনতা নয়, তারা এখনও নিপীড়িত-বঞ্চিত। এই স্বাধীনতা, অমৃত মহোৎসব মনুবাদী উচ্চ শ্রেণির মানুষের জন্য যারা নিজেদের স্বাধীন বলে মনে করেন। আদিবাসীরা তখনই প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ পাবে যখন তাদের জল-জমি-জঙ্গল সুরক্ষিত হবে, ফিরে পাবে। যে দিন এই ভারতের প্রধানমন্ত্রী একজন আদিবাসী সম্প্রদায়ের হবেন। যে দিন তাদের কর্মসংস্থান থাকবে, সংখ্যা অনুপাতে ভাগিদারী থাকবে। দেশের প্রত্যেকটা মানুষের মাথায় ছাদ থাকবে। প্রত্যেকের খাদ্য-পানীয়-চিকিৎসার ব্যবস্থা হবে।” তিনি অবিলম্বে দেশে সংবিধানের শাসন প্রতিষ্টার দাবি তুলেছেন। যদিও দেশে বর্তমানে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেশিয়ে তাকে পাশ কাটিয়ে চলার রীতি চালু হয়েছে বলে আক্ষেপ করেন তিনি।
পাশাপাশি তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে বলেন, “সংগঠিত হও, শিক্ষিত হও এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল কর। মনুবাদীদের দলে গিয়ে লাভ নেই। নিজেদের দল গঠন কর এবং পার্লামেন্ট দখল কর তবেই স্বাধীন হতে পারবে। না হলে সংখ্যা লঘু সেল, আদিবাসী সেল, দলিত সেলে বন্দি থাকতে হবে।”