টিডিএন বাংলা ডেস্ক: আজ বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় চরণের ৭৮ টি বিধানসভা আসনের জন্য প্রচারের শেষ দিন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের জন্য নির্দিষ্ট দিনের আটচল্লিশ ঘণ্টা আগে শেষ করতে হবে প্রচার প্রক্রিয়া। এই পরিস্থিতিতে তৃতীয় পর্যায়ের জন্য নিজের শেষ নির্বাচনী সভা থেকে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি এদিন এক নিবাচনী সভা থেকে বলেন, এটাই তাঁর রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন। তাই যার শেষ ভাল তার সব ভাল।
প্রসঙ্গত, এনডিএর জোট সরকারের হয়ে গত পনেরো বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদে ভূষিত রয়েছেন নীতিশ কুমার। পপর তিনবার নির্বাচনী প্রতিযোগিতায় যৌলভ করেছেন তিনি। এবছর চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হবার জন্য লাগাতার পরিশ্রম করে চলেছেন তিনি। এদিন বতৃত দেওয়ার সময়, নিজের এই দীর্ঘ পনেরো বছরের শাসনকালে তিনি বিহারের কি কি উন্নতি করেছেন সেই লিস্ট তুলে ধরেন তিনি। তার দাবি এবারেও যদি তিনি সুযোগ পান তাহলে নিজের কাজ সম্পূর্ণ করে বিহারকে একটি বিকশিত রাজ্য হিষবে প্রস্তুত করে দেবেন।