টিডিএন বাংলা ডেস্ক : রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বিজেপি শাসিত গুজরাত ও মধ্যপ্রদেশের রণক্ষেত্র পরিস্থিতির পর এবার হাওড়ার শিবপুরের ফজিরবাজার এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে ব্যাপক উত্তেজনা ছড়ালো। খবরে প্রকাশ, গত রবিবার বিকেলে বিশ্ব হিন্দু পরিষদ রামনবমীর মিছিল বের করে। সেই মিছিলেই ছড়ালো উত্তেজনা।
মিছিলকারীদের অভিযোগ, মিছিলের উপর বাইরে থেকে ইট ছুড়তে থাকে দুষ্কৃতীরা। এই ঘটনায় মিছিলে অংশগ্রহণকারী বেশ কিছু সদস্য আহত হন বলেও অভিযোগ। ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংঘাতে লিপ্ত দু’পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। কিন্তু তারা আরও মারমুখি হয়ে উঠলে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আশার সাথে সাথেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তবে ঠিক কী কারণে কারা এই ইট ছোড়ার ঘটনা ঘটালো, তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছে পুলিশ। সাম্প্রদায়িক পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে গরাতে না পারে তাই আগাম সতর্কতা হিসাবে গোটা এলাকায় কার্ফু জারি করা হয়েছে। আপাতত মোতায়েন রয়েছে বহু পুলিশকর্মী।