এবার আহমেদাবাদেও মোদি বিরোধী পোস্টার, গ্রেপ্তার আট

টিডিএন বা ডেস্ক: সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী প্রচার শুরু করেছে আম আদমি পার্টি। দিল্লির পর এবার গুজরাটের আহমেদাবাদেও দেখা গেল মোদি বিরোধী পোস্টার। আহমেদাবাদের বিভিন্ন এলাকা ছেয়ে যায় ‘‌মোদি হঠাও দেশ বাঁচাও’‌ পোস্টারে। এই পোস্টার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসেই দিল্লিতেও দেখা গিয়েছিল একই স্লোগান লেখা মোদি বিরোধী পোস্টার। বিভিন্ন এলাকায় লাগানো হয়েছিল এই পোস্টার। এই ঘটনায় একাধিক এফআইআরের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছিল ৬ জনকে। গুজরাটে আপ প্রধান ইসুদান গাধভি বলেছেন, ‘‌যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা আপ কর্মী।’‌ তাঁদের দাবি, ভয় পেয়েই আপ কর্মীদের গ্রেপ্তার করিয়েছে বিজেপি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপের ‘‌মোদি হঠাও দেশ বাঁচাও’‌ কর্মসূচি সারা দেশে ১১টি ভাষায় শুরু হয়েছে। ইংরাজি, হিন্দি, উর্দুর পাশাপাশি, পোস্টার পড়েছে গুজরাটি, পাঞ্জাবি, তেলুগু, বাংলা, ওড়িয়া, কন্নড়, মালয়ালম ও মারাঠি ভাষায়।