দেশ
এবার রাজনীতিতে রজনীকান্ত, নতুন দল গড়ে বিধানসভা নির্বাচনে লড়াই ঘোষণা
টিডিএন বাংলা ডেস্ক: এবার সরাসরি রাজনীতিতে নামছেন অভিনেতা রজনীকান্ত। আগামী ৩১ ডিসেম্বর নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে বছরের প্রথম দিন থেকেই মাঠে নাম ও আগামী ২০২১ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়াই করার ঘোষণা দিলেন তিনি। সোমবার সাংবাদিকদের রজনীকান্ত জানিয়ে দেন, তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের বিষয়ে খুব শিগগিরিই জানাবেন। এরপর তিনি ‘রজনী মাক্কাল মণ্ডরম’ -এর সঙ্গে দীর্ঘ বৈঠক করে নতুন দল নিয়ে আনার ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে খুব তাড়াতাড়িই আপনাদের জানাব।’