রাজ্য

এবার বিধানসভায়ও মুখ্যমন্ত্রীকে আচার্য করার পক্ষে পাস হয়ে গেল বিল, কারচুপির অভিযোগ বিজেপির

টিডিএন বাংলা ডেস্ক: এবার বিধানসভায়ও রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করার পক্ষে পাস হয়ে গেল বিল। সরকারের তরফে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল (সংশোধনী) বিল, ২০২২’ পেশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পূর্বেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদন পেয়ে ছিল। আজ বিধানসভাতেও এই সংক্রান্ত বিল পাস হয়ে যাওয়ার ফলে এবার মুখ্যমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ের আচার্য হওয়ার পথে তেমন কোনো বাধা নেই। শুধু এই সংশোধনী বিলটি রাজ্যপালের অনুমোদন পাওয়ার অপেক্ষা। তবে রাজ‍্যপাল এই বিলে সহজেই অনুমোদন দেবেন নাকি আটকে রাখবেন সেটাই দেখার।

প্রথম জানানো হয়েছিল বিধানসভায়ও এই বিলের পক্ষে ভোট পড়েছে ১৮২ এবং বিপক্ষে ভোট পড়েছে ৪০টি। কিন্তু এই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এই ফল ঘোষণার পরপরই ক্ষোভ উগড়ে দেন বিজেপি বিধায়কেরা। তাঁদের প্রশ্ন, এই অধিবেশনে বিজেপির ৫৭ জন বিধায়ক উপস্থিত ছিলেন। তাহলে বিলের বিরুদ্ধে ভোটের সংখ্যা ৪০ হয় কীভাবে। যদিও পরবর্তীতে বিধানসভার পক্ষ থেকে সংশোধনী ফলাফল প্রকাশ করা হয়। সোমবার রাতে জানানো হয় বিলের পক্ষে ভোট পড়েছে ১৬৭ এবং বিপক্ষে ভোট দিয়েছেন ৫৫ জন বিধায়ক। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, ‘‘এই ভোটেও কারচুপি! বিধানসভার অন্দরের ভোটের ফল নিয়েও আদালতে যাব আমরা।’’ ফলের
হিসাবের এই গরমিল কিভাবে হল তার তদন্তের নির্দেশ দিয়েছেন বিধানসভার স্পিকার।

Related Articles

Back to top button
error: