HighlightNewsদেশ

এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর, ঘোষণা করলেন নিজের দলের নাম

টিডিএন বাংলা ডেস্ক: আর ভোট কুশলী হিসেবে নয়, এবারে সরাসরি রাজনীতিবিদ হিসেবে রাজনীতির ময়দানে নামতে চলেছেন প্রশান্ত কিশোর। অনেকদিন ধরেই জল্পনা চলছিল তাঁর কংগ্রেসে যোগদান করার বিষয় নিয়ে। সম্প্রতি সেই জল্পনার অবসানও করেছেন তিনি নিজেই। জানিয়ে দিয়েছিলেন কংগ্রেসের তাঁকে নয় বরং একজন ভাল নেতার প্রয়োজন রয়েছে। একইসঙ্গে জানিয়েছিলেন, ২মে তিনি জানাবেন তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে। সেইমতো নির্ধারিত দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নতুন দলের কথা ঘোষণা করলেন প্রশান্ত কিশোর। দলের নাম রেখেছেন “জন সুরজ”। যার বাংলা তরজমা করলে হয় “জনতার সূর্য”। প্রশান্ত কিশোর জানিয়েছেন বিহার থেকেই তিনি শুরু করবেন তার নতুন দলের কাজ।
“জন সুরজ” আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত কবে হবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনও নির্দিষ্ট তথ্য জানাননি প্রশান্ত কিশোর। যদিও তিনি জানিয়েছেন খুব শীঘ্রই গোটা দেশে তিনি লঞ্চ করতে চলেছেন তার নতুন দল “জন সুরজ”কে।
বর্তমানে বিহারের পাটনাতে রয়েছেন প্রশান্ত কিশোর। রাজনৈতিক মহলে জল্পনা, প্রথম থেকেই জনগণের মন বুঝে চলা ভোট কুশলী প্রশান্ত কিশোর নিজের দলের জন্য একটি সুকৌশলী রণনীতি তৈরি করছেন।


সোমবার নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করে প্রশান্ত কিশোর জানান,”গণতন্ত্রে একটি অর্থপূর্ণ অংশগ্রহণকারী হওয়ার এবং জনপ্রতিনিধি গঠনের জন্য আমার অনুসন্ধান ১০ বছরের রোলার কোস্টার রাইড-এর দিকে পরিচালিত করে।”

ওই ট্যুইটে তিনি আরো জানিয়েছেন, ১০ বছর ধরে চড়াই-উতরাইয়ের মধ্যে অনেকটা সময় পেরিয়েছে ভারতের রাজনীতি। কিন্তু সেভাবে জনতার কাছে পৌঁছতে পারেনি কেউই। গণতন্ত্রের প্রকৃত অর্থ ফুটে ওঠেনি। এবার সেই লক্ষ্যেই কাজ করতে তিনি গড়ে তুলেছেন “জন সুরজ”।
সূত্রের খবর অনুযায়ী, প্রশান্ত কিশোরের দল জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, প্রশান্ত কিশোরের দল হবে সম্পূর্ণ আধুনিক। ডিজিটাল এবং জনসংযোগ করার নতুন উন্নতি প্রযুক্তি নিয়ে চালু করা হবে “জন সুরজ”।

Related Articles

Back to top button
error: