টিডিএন বাংলা ডেস্কঃ দেশে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে কোভিড সংক্রমণ। এবার সেই কোভিডে সংক্রমিত হলেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজেই। প্রতিরক্ষা মন্ত্রী নিজেই ট্যুইট করে তার কোভিড সংক্রমিত হওয়ার কথা জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন যে, আপাতত তিনি হোম আইসোলেশনে আছেন। পাশাপাশি বিগত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদেরকে তিনি সতর্কতা স্বরূপ কোভিড পরীক্ষা করিয়ে নিতে বলেছেন।
সেই ট্যুইটে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লেখেন, “আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। আমি বাড়িতে আইসোলেশনে আছি। আমার অনুরোধ এই কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছে তারা সকলে পরীক্ষা করিয়ে নেবেন।”
প্রসঙ্গত, দেশে করোনা বৃদ্ধির হার উর্দ্ধমুখী। প্রতিনিয়ত বেড়েই চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আক্রান্ত হওয়ার খবর আসলো। গত ৮ জানুয়ারি একটি ওয়েবমিনারে অংশগ্রহণ করেন প্রতিরক্ষামন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৩.২৯ শতাংশ। গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০৩৩ পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত ১২১৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান ও তৃতীয় স্থানে দিল্লি। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০৩৩। মহারাষ্ট্রে ১২১৬, রাজস্থানে ৫২৯, দিল্লিতে ৫১৩ জন ওমিক্রনে আক্রান্ত। ওমিক্রন থেকে সেরে উঠেছে ১৫৫২।