HighlightNewsরাজ্য

এবার আনিস হত্যার প্রতিবাদে সরব হলেন রোহিত ভেমুলার মা রাধিকা

টিডিএন বাংলা ডেস্ক : আনিস হত্যা, রামপুরহাট হত্যা সহ একাধিক হত্যা ও হিংসার ঘটনায় সরকারের সমালোচনায় সরব হয়েছেন রাজনৈতিক ও অরাজনৈতিক ব‍্যক্তিরা। এমনকি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিও লিখেছেন বুদ্ধিজীবীরা। এবার আনিস হত্যার প্রতিবাদে সরব হলেন রোহিত ভেমুলার মা রাধিকা। রোহিতের মা রাধিকা ভেমুলার অভিযোগ, ‘পশ্চিমবঙ্গের ছাত্র-নেতা আনিস খান ও সুদীপ্ত গুপ্ত এবং হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক রোহিত ভেমুলা— তিন জনের মৃত্যুই প্রতিষ্ঠানিক হত্যা।’

এদিন আনিস মৃত্যুর এবং ছাত্র-নেতা সুদীপ্তের ‘শহিদ দিবসে’ তাদের হত্যার সুবিচারের দাবিতে শনিবার সিটুর রাজ্য দফতর শ্রমিক ভবনে ছাত্র সমাবেশ করে এসএফআই। সেখানে রাধিকা বলেন, “আনিস খান, সুদীপ্ত গুপ্ত এবং রোহিত ভেমুলা তিন জনেই প্রান্তিক সমাজ থেকে উঠে এসে উচ্চশিক্ষিত হয়েছিল, ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে সরব হয়েছিল এবং চালু ব্যবস্থার অন্যায়ের প্রতিবাদ করেছিল। এর বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়তে হবে।” এছাড়া আনিসের দাদা সাবির খান ওই সভায় বক্তব্য দিতে গিয়ে বলেন, “আমার এক ভাই মারা গিয়েছে। আজ এত জন ভাই দাঁড়িয়ে গিয়েছে। আমরা বিক্রি হব না। আপনাদের লড়াইয়ের মর্যাদা আমরা রাখব।”

Related Articles

Back to top button
error: