দেশ
নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই এবার ট্যুইটার ও ফেসবুক সংস্থাকে তলব কেন্দ্রীয় সংসদীয় কমিটির
টিডিএন বাংলা ডেস্ক: নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই এবার ট্যুইটার ও ফেসবুক সংস্থাকে তলব করলো তথ্যপ্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় সংসদীয় কমিটি।। আগামী ২১ জানুয়ারি দুই সংস্থার আধিকারিকদের উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে কমিটির সামনে।
বিবৃতিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সম্পর্কে জানতেই মূলত ডাকা হয়েছে ওই দুই সংস্থার আধিকারিকদের।