HighlightNewsরাজ্য

এবার এসএসসি দুর্নীতির তদন্তে সিবিআইয়ের সঙ্গে যুক্ত হল ইডি, বেআইনি লেনদেনের খোঁজ পেতেই এই সিদ্ধান্ত

টিডিএন বাংলা ডেস্ক: এসএসসির নিয়োগে কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়েছে বলে আগেই অভিযোগ উঠছিল। সেই ‘বেআইনি আর্থিক লেনদেন’-এর খোঁজ পেতে এসএসসি দুর্নীতির তদন্তে সিবিআইয়ের সঙ্গে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডিকেও যুক্ত করা হতে পারে বলে জল্পনা চলছিলই কিছু দিন থেকে। এবার সেই জল্পনাকে সত্যি করে এসএসসি দুর্নীতির তদন্তে আসরে নামল কেন্দ্রীয় সরকারের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

ইডি সূত্রে খবর, ইতিমধ্যে এসএসসি দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এসএসসি মামলায় দায়ের হওয়া চারটি এফআইআর কপি চেয়েছে তারা। এসএসসিতে যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই টাকা কার কার কাছে পৌঁছেছে তা খতিয়ে দেখবে ইডি। তাছাড়া সংশ্লিষ্ট মামলায় নাম জড়িয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তির। তাই আটঘাট বেধেই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসি কাণ্ডে আর্থিক দুর্নীতির জাল কতদূর প্রসারিত হয়েছে? সেটাই খুঁজে বের করতে চায় ইডি। বৃহস্পতিবার রাতে ইডি-র সদর দফতর থেকে কলকাতায় চিঠি পাঠানো হয়। তার পর এসএসসি মামলার যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে ইডি। আধিকারিকরা বাগ কমিটির রিপোর্টও খতিয়ে দেখবেন বলে খবর।

উল্লেখ্য যে, ইতিমধ্যে এসএসসি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীর মতো একাধিক প্রভাবশালীদের। ইতিমধ্যেই ডেকে জেরাও করেছে সিবিআই। এমতাবস্থায় সিবিআই তদন্ত নিয়ে যখন জেরবার রাজ্য সরকার, বিরোধীরা যখন চেপে ধরেছে সরকারকে, সেই প্রেক্ষিতেই এবার এসএসসি দুর্নীতির তদন্তে নামল ইডি। যার ফলে এবার সাঁড়াশি চাপে পড়তে চলেছে রাজ্য সরকার, এমনটাই অভিজ্ঞমহলের দাবি।

Related Articles

Back to top button
error: