HighlightNewsদেশ

ফসলের সাথে এবার বিদ্যুৎও উৎপাদন করবেন কৃষকরা

টিডিএন বাংলা ডেস্ক: ফসলের সাথে এবার বিদ্যুৎও উৎপাদন করবেন কৃষকরা। এমনটাই জানালেন উত্তর প্রদেশের জ্বালানি মন্ত্রী শ্রীকান্ত শর্মা। তিনি বলেন আমাদের অন্নদাতা কৃষকরা এবার ফসলের পাশাপাশি বিদ্যুৎও উৎপাদন করবেন। তিনি জানান পুরো রাজ্যে এই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। অতিরিক্ত জ্বালানি বা পুনর্নবীকরণযোগ্য উৎস গুলির ব্যবহার করে কৃষকরা চাষের অযোগ্য জমিতে সৌর বিদ্যুৎ প্লান্ট লাগাবেন এবং উৎপাদিত বিদ্যুৎ নিজেদের প্রয়োজনে ব্যবহার করার পর বাকি বিদ্যুৎ উত্তর প্রদেশের পাওয়ার কর্পোরেশনের কাছেই বিক্রি করে দেবেন। এর ফলে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য সাধন করা সম্ভব হবে বলে মন্তব্য করেন উত্তরপ্রদেশের জ্বালানি মন্ত্রী শ্রীকান্ত শর্মা।

 

Related Articles

Back to top button
error: