গঙ্গাবক্ষে এবার ভাসমান লাইব্রেরী
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা,কলকাতা: গঙ্গাবক্ষে ভাসমান লাইব্রেরী চালু করলো পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম। বর্তমানে ইন্টারনেটের যুগে যে সমস্ত পড়ুয়ারা তাদের পাঠ্য বই থেকেই বিমুখ তখন তাদের সাহিত্য রসের সন্ধান দিতে মূলত এই ভাসোমান লাইব্রেরী ভাবনা, অন্যদিকে কলকাতার পর্যটকদের নতুন দৃশ্যের স্বাদ অনুভব করানো। পড়ুয়াদের সাহিত্য রসের স্বাদ দিতে এই লাইব্রেরীতে বাংলা ও ইংরেজী সাহিত্যের বই দিয়ে সাজানো থাকবে। এবং এই বোটে মৃদু সুরে বাজবে রবিন্দ্র সঙ্গীত। পরিবহন কর্মীদের হাতে সাজানো এই লাইব্রেরী গঙ্গাবক্ষে ভেসে বেড়াবে। নিগম সূত্রের খবর, সারা বছরই বোটে গল্প পড়া ও কবিতা পাঠের আসর বসবে। এই বোটে থাকছে মুখরোচক খাবারের ব্যবস্থা এবং সফ্ট ড্রিংক ও ওয়াইফাই এর ব্যবস্থা। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ সূত্রে জানানো হয়েছে, এই বোট অন লাইব্রেরীর টিকিট সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই থাকবে। ১৮ বছরের নিম্ন বয়সীদের জন্য ভাড়া ৫০ টাকা এবং ১৮ উর্ধ্বে ১০০ টাকা।এডুকেশনাল ট্রিপ এ যেতে চাইলে গোটা বোট ভাড়া পাওয়া যাবে। প্রতিদিন মিলেনিয়াম পার্ক থেকে এই বোর্ড তিনবার করে ছাড়বে। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং জানান, “এটা ভীষণ প্রয়োজনীয় পরিবহন মাধ্যম হতে চলেছে,লাইব্রেরী অন বোট পড়ুয়াদের পছন্দের হবে এবং এটা পরিবেশ মনোরম।”