HighlightNewsদেশ

এবার ক্লাব হাউস’ অ্যাপে মুসলিম মহিলাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য, প্রতিবাদ মহিলা কমিশনের

টিডিএন বাংলা ডেস্কঃ মুসলিম মহিলাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যকারী অ্যাপ ‘ক্লাব হাউস’ এ-অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের প্রতিলিপি চেয়ে পাঠাল দিল্লি পুলিশের মহিলা কমিশন। মঙ্গলবার দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কাছ থেকে অভিযোগ দায়ের নামা, এফআইআরের প্রতিলিপি চেয়ে পাঠায় দিল্লি মহিলা কমিশন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কমিশনের পক্ষ থেকে একটি সুয়োমোটো কেস দায়ের হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অশ্লীল মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দিল্লি পুলিশে সাইবার ক্রাইম বিভাগকে আগামী ২৪ জানুয়ারির মধ্যে এই বিষয়ে এফআইআরের প্রতিলিপি জমা করতে বলা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গত ২৪ জানুয়ারি ক্লাব হাউস অ্যাপটিতে একটি ভিডিও ভাইরাল হয়। যে অনুষ্ঠানের টপিক ছিল ‘মুসলিম নারীরা হিন্দু নারীদের চেয়ে বেশি সুন্দর।’ এই অনুষ্ঠানে অনেকেই বক্তব্য রাখেন। মুসলিমদের সম্পর্কে অনেক বক্তাই অশ্লীল, অবমাননাকর মন্তব্য করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্লাব হাউসে বসে এই ধরনের কুরুচিকর মন্তব্যকারীদের বিরুদ্ধে সুয়োমোটো কেস দায়ের করা হয় কমিশনের পক্ষ থেকে।

দিল্লি মহিলা কমিশনের প্রধান সাথী মালিওয়াল জানান, কোনও এক ব্যক্তি এই অশ্লীল কথোপকথনে রের্কড করা ভিডিওটি ট্যুইট করেছেন। এটা খুবই সিরিয়াস বিষয়। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কমিশন এই বিষয়ে অভিযোগ নথিভুক্ত করেছে।

এই অভিযুক্তকারীদেরকারীদের শনাক্ত করে গ্রেফতারের বিষয় বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। দিল্লি মহিলা কমিশনের প্রধান আরও জানান, যদি এই ঘটনায় কেউ গ্রেফতার না হয়, তাহলে তার কারণ দেখাতে হবে। আগামী ২৪ জানুয়ারির মধ্যে বিস্তারিত বিবরণ জানিয়ে রিপোর্ট পেশ করতে হবে। সূত্র- পুবের কলম পত্রিকা

Related Articles

Back to top button
error: