ধর্ষণে জড়িতরা তৃণমূলের সঙ্গে যুক্ত, তাই মুখ্যমন্ত্রী তাদের আড়াল করছেন, অভিযোগ বাম নেত্রী মীনাক্ষীর

টিডিএন বাংলা ডেস্ক : রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলা ধর্ষণে ঘটনায় জড়িতরা অধিকাংশই তৃণমূলের সঙ্গে যুক্ত। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী প্রতিবার তাদের আড়াল করছেন, এমনই অভিযোগ শোনা গেল বাম নেত্রী মীনাক্ষীর মুখে। তাঁরই এই চাঁছাছোলা মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে। গোটা রাজ্য জুড়ে প্রতিদিন একের পর এক ধর্ষনের ঘটনা ঘটেই চলেছে। এটা যেন এই আধুনিক ভারতের একটা নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। আর এই ধরনের সমাজবিরোধী ঘটনায় বরাবরই শাসক দলের লোকেরাই এগিয়ে থাকে। সেই ইস্যুতেই এবার সরব হয়ে উঠলেন বাম নেত্রী মীনাক্ষী। সোমবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে DYFI-এর সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ধর্ষণ-কাণ্ডে যারা জড়িত, তারা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত। এদের একটাই পরিচয় এরা অপরাধী। আর এই অপরাধীদের আড়াল করছেন খোদ মুখ্যমন্ত্রী।’

এরপরই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘মুখ্যমন্ত্রী মানুষ হিসেবে কেমন, তা আমার জানা নেই। তবে তিনি যা বক্তব্য রাখেন, তাতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাঁকে মানুষের সংজ্ঞা থেকে নীচে নামিয়ে দিচ্ছেন।’ পাশপাশি তিনি এই ধরনের ধর্ষণ-কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘রাজ্যের পুলিশ বর্তমানে শুধুই ম্যারাথন করছে আর ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনের কাজ করছে।’ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন DYFI-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়।