২০১২ সালের পূর্ব মেদিনীপুরে প্রাথমিকে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের দিতে হবে মুচলেকা

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: ২০১২ সালের পূর্ব মেদিনীপুরে প্রাথমিকে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের দিতে হবে মুচলেকা। থানায় গিয়ে সশরীরে মোট ৩ হাজার ৯২৪ জন শিক্ষকদের দিতে হবে এই মুচলেকা। এমনই নির্দেশ এসপি-কে পাঠিয়েছেন জেলাশাসক। ওই নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে, ২০১২ সালের ইন্টারভিউ প্যানেলে কোনও আত্মীয়স্বজন ছিল কি না, তা জানতে চেয়ে নেওয়া হচ্ছে এই মুচলেকা। এদিকে, মুচলেকাকাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ। ২০১২ সালে টেট ছাড়া নিয়োগ পরীক্ষা হয়েছিল। বেসরকারি সংস্থার মাধ্যমে নেওয়া হয় পরীক্ষা এবং করে হয় নিয়োগ। ১১ জনের ইন্টারভিউ বোর্ডে ছিলেন দিব্যেন্দু অধিকারী। ২০০৯ সালের প্যানেলের ভিত্তিতে নিয়োগ হয়েছিল তাঁর।